অনেকের ফেসবুক ফটোতে লাইক অনেক কম হয়।

আপনার বন্ধুরা বলে যে কিরে তোর ফটোতে লাইক

এত কম কেন? তখন লজ্জার মুখে পড়তে হয়।

আজকের ব্লগে আমি আলোচনা করব কিভাবে

ফেসবুকে অটোলাইক নিবেন। তবে তার আগে আপনার আইডিতে ফলোয়ার চালু করা থাকতে হবে।

আরও পড়ুন:-https://realblogv.blogspot.com/2020/09/blog-post_29.html?m=1

তাহলে চলুন শুরু করি------------------------------------

অটোলাইক নিতে হলে আপনার প্রথমে মোবাইলের

ডাটা কানেকশন চালু করে গুগলে যেতে হবে।

এরপর Apental লিখে search  দিবেন।

এরপর প্রথম যে লিংকটা আসবে সেখানে ক্লিক করে দিবেন।


এরপর আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে।

সেটা ডাউনলোড করে নিন।

এরপর অ্যাপটা ওপেন করে আপনার আইডিতে 

লগইন করুন।

এরপরে আপনার প্রোফাইলে গিয়ে যে স্ট্যাটাস বা ফটোতে লাইক নিতে চান সেটাতে ক্লিক করুন।

এরপর নিচে একটা অপশন পাবেন Want like on this?

সেটাতে ক্লিক করুন।

এরপর দেখবেন আপনার ফটোতে অটোম্যাটিক্যালি

লাইক এসে গেছে।একটা নোটিফিকেশন পাবেন।

তবে কথা হচ্ছে সব লাইক একসাথে নিতে পারবেন না।

১০ মিনিট পরপর এপ্লাই করতে পারবেন

আরো একটি কথা হচ্ছে মোট ২০০ টির বেশী লাইক নিতে পারবেন না।

বেশী লাইক নিলে আপনার আইডি সাসপেন্ড হতে পারে।

Post a Comment

أحدث أقدم