আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন?আশাকরি ভালো আছেন। আজকে একটি অজানা বিষয়ে ব্লগ লিখব।
আজকে আলোচনা করব তৌহিদ আফ্রিদির মাসিক আয় নিয়ে।
ইউটিউবের নাম নিলেই সবার প্রথমে তৌহিদ আফ্রিদির কথা বলতে হয়।
তৌহিদ আফ্রিদি সম্প্রতি সময়ে বহুল আলোচিত একটি নাম। তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় বাংলাদেশী ইউটিউবার/ইউটিউব অভিনেতা।
বাংলাদেশের সেরা ১০ জন ইউটিউবারের তালিকায় তিনি ১০নং অবস্থানে।
তার চ্যানেলে সাড়ে তিন লাখের বেশী সাবস্ক্রাইবার রয়েছে।তার চ্যানেলে ১৫৫ টিরও বেশী ভিডিও আপলোড করা আছে।
তার প্রত্যেকটি ব্লগে/ভিডিওতে 1M+,2M+,3M+ ভিউ থাকে।কখনো কখনো ভিউ এর থেকেও বেশি থাকে।
প্রশ্ন উঠতে পারে তার ভিডিওতে যদি এতগুলো ভিউয়ার থাকে তাহলে তার ইনকাম কত?
বিভিন্ন সোর্স হতে পাওয়া তথ্য মতে তিনি শুধু ভিডিও বানিয়ে মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত আয় করে থাকেন।
এরকম হলে তার বার্ষিক আয় হতে পারে ১০/১২ লাখ টাকা।
তবে তৌহিদ আফ্রিদি আনপ্রফেশনালি ইউটিউবিং করে থাকেন।
আপনি জানলে হয়তো অবাক হবেন যে ইউটিউব থেকে তৌহিদ আফ্রিদির প্রথম ইনকাম ছিল ১লাখ ২০ হাজার টাকা।
তৌহিদ আফ্রিদি তার ইউটিউব থেকে ইনকামের এক তৃতীয়াংশ পথশিশুদের দিয়ে দেন।
তৌহিদ আফ্রিদি সম্পর্ককে আরো জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.risingbd.com/entertainment/news/316617
إرسال تعليق