আসসালামু আলাইকুম। সবাই কেমন কেমন আছেন?
আশাকরি ভালোই আছেন। rstrick21 .blogspot.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের পোস্টের টাইটেল দেখেই নিশ্চই বুঝে গেছেন আজ কি নিয়ে আলোচনা করব।

 আজ অসাধারণ একটি ব্লগার টেমপ্লেট  নিয়ে আলোচনা করব। 

আপনারা যারা ব্লগিং করেন তারা নিশ্চই জানেন একটি ওয়েবসাইট বা ব্লগসাইটের জন্য থিম বা টেমপ্লেট কতটা গুরুত্বপূর্ণ। ভালোমানের থিম পাঠকদের দৃষ্টি আকর্ষন করতে সাহায্য করে। যারা ব্লগারে ব্লগিং করেন তাদের জন্য গুগল পছন্দ অনুযায়ী বিভিন্ন থিম ব্যবহার করতে দেয়।

 আজকে যে থিম নিয়ে আলোচনা করব সেটা হলো Magify (ফ্রী ভার্সন)। আপনার অনেকেই হয়তো Magify free blogger tamplate ব্যবহার করেছেন আবার অনেকে করেননি।  


আপনারা গুগলে Magify free blogger theme download লিখে সার্চ দিলেই থিমটা পেয়ে যাবেন। কিংবা আমার দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।


থিমটির বৈশিষ্ট্য:- 


♦ এসইও ফ্রেন্ডলি
♦অ্যাডসেন্স ফ্রেন্ডলি
♦ফাস্ট লোডিং
♦মোবাইল ফ্রেন্ডলি
♦আকর্ষণীয় থিম
♦সোশ্যাল শেয়ার বাটন
♦রেস্পন্সিভ ডিজাইন

থিমটির কিছু স্ক্রীনশট:-

আপনাদের সুবিধার জন্য থিমটির কিছু স্ক্রীনশট দেওয়া হলো।


কিভাবে ব্যবহার করবেন:-

থিমটি ডাউনলোড শেষে আপনার মোবাইলের Files এ যান। এরপর Downlaods এ যান। এরপর থিমটা সিলেক্ট করুন। 




এরপর Extract এ ক্লিক করুন। এরপর Done এ ক্লিক করুন। এরপর ব্লগার ড্যাশবোর্ড থেকে Theme এ গিয়ে Restore এ ক্লিক করে থিমটি আপলোড দিন।
Download Link:- https://m.box.com/shared_item/https%3A%2F%2Fapp.box.com%2Fs%2Fhq5hb0yhx3jm65im1vna5nnwzcz74o8q


কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। 
ভালো থাকুন, সুস্থ থাকুন।
rstrick21   এর সাথে থাকুন।

♠ ধন্যবাদ ♠





Post a Comment

أحدث أقدم