বর্তমানে স্মার্টফোনের বাজারে শাওমি বা রেডমি অতিপরিচিত একটি নাম।

 শাওমি ব্র‍্যান্ডের স্মার্টফোন বাজারে খুব জনপ্রিয়।

 ২০১৯ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র‍্যান্ডের তালিকায় শাওমি সবার আগে।


 শাওমির এরূপ জনপ্রিয়তার অন্যতম কারন হলো অসাধারণ ডিজাইন ও ক্যামেরা।



 শাওমিকে গরিবের আইফোন বলা হয়। 

শাওমির অসাধারণ ডিজাইন যে কারো নজর কাড়তে সম্ভব।


 শাওমির ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো।

 আর ব্যাটারি ব্যাপআপও অনেক ভালো।

 শাওমির দামও কিন্ত মোটামুটি সাধ্যের ভেতরে। স্যামসাংয়ের মতো ব্যয়বহুল নয়। 

অনেকেই এসব কারনে শাওমি ফোন কিনে থাকে।


 কিন্ত কয়েকটি কারণে শাওমি না কেনাই ভালো। সেসব কারণগুলো জেনে নিই:-


টেকনিক্যাল সমস্যা:-


  শাওমির ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায়।

 এটা শাওমি ফোনের বিরুদ্ধে অনেক গ্রাহকদের অভিযোগ। তাই শাওমি ফোনের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে।


স্বাহ্যগত ঝুঁকি :-

 শাওমি ফোনে ক্ষতিকর রশ্নি সবচেয়ে বেশি নির্গত হয়। জার্মান ফেডারেল অফিস অব রেডিয়েশন প্রোডাকশন নামের একটি সংস্থা ফোনের রেডিয়েশানের উপর গবেষণা চালায়। তারা বলছে শাওমি ফোনে অন্যান্য ফোনের চেয়ে বেশি রেডিয়েশান নির্গত হয়। যা স্বাহ্যের জন্য খুবই ক্ষতিকর।

Post a Comment

أحدث أقدم