স্মার্টফোনের জগতে অতিপরিচিত একটি ব্র‍্যান্ডের নাম হলো অপো। ২০২০ সালের শেষের দিকে অক্টোবর মাসে ২৭ তারিখ রিলিজ হয় অপোর আরেকটি ফোন অপো এ১৫ (Oppo A15)। মিডিয়াম বাজেটের অপোর এই ফোনের সকল দিক তুলে ধরার চেষ্টা করব আজকের এই পোস্টে।



ডিসপ্লে

ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ফোনটিতে কোনো ডিসপ্লে প্রোটেকশন নেই। তাই, আপনাকে অল্প কিছু টাকা খরচ করে দোকান থেকে ডিসপ্লে প্রোটেক্টর কিনে নিতে হবে।


অপারেটিং সিস্টেম

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা নিয়ন্ত্রিত। যা বর্তমানের প্রায় সকল ফোনেই দেখা যায়।


সিম

ফোনটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা। অর্থাৎ ব্যবহারকারী প্রয়োজনবোধে দুটি সিম ব্যবহার করতে পারবেন।


নেটওয়ার্ক

অপোর অন্যান্য ফোনের মতো এই ফোনটিও মূলত ৪জি সাপোর্টেড। এছাড়াও, ফোনটি ২জি, ৩জি এবং ওয়াই-ফাই সাপোর্ট করে।


মেমোরি

অপোর এই ফোনটিতে রয়েছে ৩জিবি র‍্যাম। এবং ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে যেকোনো এসডি কার্ড ব্যবহার করা যাবে। তবে, এই ফোনটিতে বিশাল ইন্টারনাল স্টোরেজ থাকার কারণে এসডি কার্ড না কিনলেও চলবে। 


প্রসেসর

ফোনটিতে রয়েছে দ্রুতগতি সম্পন্ন ২.৩৫ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর।


জিপিইউ

জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে PowerVR GE8320।


চিপসেট

ফোনটিতে পাচ্ছেন ১২ ন্যানোমিটারের Mediatek Helio P35 চিপসেট।


সেন্সর

ফোনটির নিরাপত্তা সিস্টেম আরো মজবুত করার জন্য এই ফোনটিতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্বারা ফোনটির পেছনে আঙুল বসিয়ে সহজেই ফোন আনলক করতে পারবেন। এছাড়াও থাকছে ফেস আনলকের সুবিধা।


রিয়ার ক্যামেরা

ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনটিতে পাচ্ছেন ১৩ মেগা-পিক্সেল (13MP)+ ২ মেগা-পিক্সেল (2MP) ডিপথ+ ২ মেগা-পিক্সেল (2MP) ম্যাক্রো ক্যামেরা। যা দ্বারা দারুণ সব ছবি ক্যাপচার করতে পারবেন।


সেলফি ক্যামেরা

অপোর এই ফোনটিতে পাচ্ছেন ৫ মেগা-পিক্সেলের (5MP) সেলফি ক্যামেরা। যার সাথে পাচ্ছেন F/2.4 অ্যাপাচার। যার ফলে এই ফোনটি দিয়ে দারুণ সব সেলফি তুলতে পারবেন।


ভিডিও রেকর্ডিং

ফোনটিতে থাকছে ফুল এইচডি (Full HD 1080p) ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। যার ফলে এই ফোনটি দিয়ে নিখুঁতভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন।


ব্যাটারি

ফোনটিতে পাচ্ছেন ৪২৩০ মিলি-অ্যাম্পায়ারের (4230mAh) শক্তিশালী নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দ্বারা দেড় হতে দুই দিনের ব্যাটারি ব্যাক-আপ পেয়ে যাবেন।


চার্জিং

অপোর এই ফোনটির সাথে পাচ্ছেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এডাপ্টার। যা দ্বারা ফোনটি ১ ঘন্টার কম সময়ে ফুলচার্জ করতে পারবেন। 


বডি ও কালার

ফোনটির ওজন মাত্র ১৭৫ গ্রাম। যা খুবই হালকা ও কমফোর্টেবল। ফোনটি ৭.৯ মিলিমিটার সরু। ডায়নামিক  ব্ল্যাক (Dynamic Black) ও মাইস্ট্রে ব্লু (Mystery Blue) এই দুটি রংয়ে পাওয়া যাচ্ছে ফোনটি।


দাম

অপো এফ১৫ (Oppo F15) এর অফিসিয়াল প্রাইস শুরুতে ১২,৯৯০ টাকা থাকলেও বর্তমানে ফোনটির দাম আরো কমানো হয়েছে। বর্তমানে এই ফোনটির দাম ১১,৯৯০ টাকা। অর্থাৎ, আপনি ১২,০০০ টাকার মধ্যেই ফোনটি পেয়ে যাচ্ছেন।


Manufactured by OPPO

Assembled in Bangladesh

Post a Comment

أحدث أقدم