পৃথিবীতে অনেকগুলো মোবাইল ফোনের ব্র্যান্ড রয়েছে। একেক ফোন একেক দেশের তৈরি। যার মধ্যে অধিকাংশ ফোন চীনের তৈরি। আসুন দেখে নেওয়া যাক কোন ফোনের ব্র্যান্ড কোন দেশের।
১. অ্যাপল আইফোন (Apple iPhone):
নির্মাতা দেশ: আমেরিকা (United States)
অ্যাপল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইলেট্রনিক্স ডিভাইস নির্মাতা ব্র্যান্ড। অ্যাপল ব্র্যান্ডের আইফোন আমেরিকাতে ডিজাইন করা হয় এবং চীনে আইফোন তৈরি করা হয়। অ্যাপল প্রতিবছর নতুন নতুন মডেলের আইফোন রিলিজ করে থাকে। অ্যাপলের আইফোনগুলো বেশ চড়া দামে বাজারে বিক্রি করা হয়। যার অন্যতম কারণ হলো ব্র্যান্ড হিসেবে অ্যাপলের যথেষ্ট সুনাম রয়েছে। অ্যাপলের তৈরি আইফোনের মান ভালো হওয়ায় গ্রাহকদের নিকট এটি অধিক জনপ্রিয়।
২. স্যামসাং (Samsung)
নির্মাতা দেশ: দক্ষিণ কোরিয়া (South Korea)
অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো স্যামসাং। স্যামসাং দক্ষিণ কোরিয়ার একটি ইলেট্রনিক্স ব্র্যান্ড। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে আইফোনের পর স্যামসাং রয়েছে ২য় স্থানে। স্যামসাংয়ের অর্ধেক ফোন অর্থাৎ তাদের ফোনগুলোর মধ্যে ৫০% ফোন ভিয়েতনামে তৈরি করা হয়। এছাড়াও, ভারত, চীন, কোরিয়া ও বাংলাদেশে স্যামসাংয়ের ফোন তৈরির কারখানা রয়েছে। স্যামসাং বাংলাদেশের কারখানাটি ঢাকার নরসিংদীতে অবস্থিত। এখানে স্যামসাংয়ের ফোনগুলো সংযোজন করা হয়। সম্প্রতি স্যামসাং বাংলাদেশে তাদের মাদারবোর্ড উৎপাদন করছে। বাংলাদেশে স্যামসাংয়ের স্মার্টফোন ছাড়াও টিভি,ফ্রিজ ও এসি তৈরির কারখানা রয়েছে।
৩. অপো (OPPO)
নির্মাতা দেশ: চীন (China)
অপো হচ্ছে একটি জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড। অপো ব্র্যান্ডের ফোনগুলো সাধারণত ক্যামেরার জন্য বিখ্যাত। অপো বর্তমানে পৃথিবীর শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। অপোর ৫টি স্মার্টফোন তৈরির কারখানার রয়েছে। যার মধ্যে দুটি নিজ দেশ চীনে অবস্থিত। বাকি ৩টি ভারত,ইন্দোনেশিয়া ও বাংলাদেশে অবস্থিত। অপোর ফোনগুলো ভারতে বেশ জনপ্রিয়।
৪. ভিভো (Vivo)
নির্মাতা দেশ: চীন (China)
ভিভো হচ্ছে চীনের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। ভিভোর অধিকাংশ ফোন চীনে তৈরি করা হয়। ভিভোর ৫টি ফোন তৈরির কারখানা রয়েছে। যার মধ্যে ২টি নিজ দেশ চীনে। বাকিগুলো ভারত,ইন্দোনেশিয়া ও বাংলাদেশে অবস্থিত। অনেকেই হয়তো ভিভোর ফোনে Assembled in Bangladesh লেখাটি দেখে থাকবেন। বাংলাদেশে ভিভো তাদের ফোন সংযোজন করা শুরু করলেও এখনো উৎপাদনের কাজ পুরোপুরি শুরু করেনি।
৫. রিয়েলমি (Realme)
নির্মাতা দেশ: চীন (China)
রিয়েলমি হচ্ছে চীনা ব্র্যান্ড অপোর সহযোগী ব্র্যান্ড। অর্থাৎ, এটিও একটি চীনা ব্র্যান্ড। রিয়েলমি ফোনগুলো বাজারে বেশ জনপ্রিয়। বিশেষ করে, ভারতে রিয়েলমি জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। ভারত, বাংলাদেশ ও চীনে রিয়েলমির স্মার্টফোন তৈরির কারখানা রয়েছে।
৬. সিম্ফনি (SYMPHONY)
নির্মাতা দেশ: বাংলাদেশ (Bangladesh)
কমদামে সেরা ফোন মানেই সিম্ফনি। একসময় সিম্ফনি বাংলাদেশে ফোন বিক্রিতে ১নং ব্র্যান্ড ছিলো। বর্তমানেও, সিম্ফনি বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে সিম্ফনির ফোন তৈরির নিজস্ব কারখানা রয়েছে। সম্প্রতি, সিম্ফনি বাংলাদেশে তাদের ফোনের মাদারবোর্ড, হেডফোন ও চার্জার উৎপাদন করা শুরু করেছে।
৭. লাভা (Lava)
নির্মাতা দেশ: ভারত (India)
লাভা একটি ভারতীয় মোবাইল ফোন ব্র্যান্ড। লাভা ইন্টারন্যাশনালের সিইও হলেন হরি ওম রায়। লাভা ভারতীয় ব্র্যান্ড হলেও এই ব্র্যান্ডের ফোনের ডিজাইন করা হয় চীনে। ভারত, চীন ও বাংলাদেশে লাভা ফোনের কারখানা রয়েছে।
৮. নকিয়া (Nokia)
নির্মাতা দেশ: ফিনল্যান্ড (Finland)
বাটন ফোনের যুগে মোবাইল মানেই ছিল নকিয়া। একসময়ের বাজার কাপাঁনো বিশ্বখ্যাত ফিনিশ এই ব্র্যান্ডটির অস্তিত্ব বর্তমানে প্রায় বিলীন হয়ে গেছে। স্মার্টফোন আবিষ্কার হওয়ার পর থেকে নকিয়া তাদের বাজার হারাতে থাকে। তবে, নকিয়ার বাটন ফোনগুলো খুব মানসম্পন্ন হওয়ায় তারা বাটন ফোনের বাজার ধরে রেখেছিল। কিন্তু পরবর্তীতে কমদামী চীনা ব্র্যান্ডের ফোনগুলোর সাথে টেক্কা দিতে না পেরে তারা বাজার হারিয়ে বসে। নকিয়ার ফিনল্যান্ড,হাঙ্গেরি,চীন,ভারত, ভিয়েতনাম ইত্যাদি দেশে ফোন তৈরির কারখানা ছিলো। বর্তমানে এইচএমডি গ্লোবাল (HMD Global) নামে একটি প্রতিষ্ঠান তাদের কিনে নিয়েছে।
৯. হুয়াওয়ে (Huawei):
নির্মাতা দেশ: চীন (China)
অ্যান্ড্রয়েড ফোনের জগতে স্যামসাংয়ের পরই হুয়াওয়ের অবস্থান। হুয়াওয়ে পৃথিবীর ৩য় শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড।অ্যান্ড্রয়েড ফোনের বাজারে হুয়াওয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো স্যামসাং। বর্তমানে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্বখ্যাত ব্র্যান্ড হুয়াওয়ের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।
১০. ওয়ালটন (Walton)
নির্মাতা দেশ: বাংলাদেশ (Bangladesh)
প্রত্যেক বাংলাদেশী নাগরিক গর্ব করে বলতে পারে ওয়ালটন আমাদের দেশের পণ্য। ওয়ালটনের ফোনগুলো নান্দনিক ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও অসাধারণ পারফর্ম্যান্সের জন্য সুপরিচিত। ওয়ালটন কমদামে অনেক ভালো ভালো ফোন তৈরি করে থাকে। যা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। ওয়ালটনের ফোনগুলো বাংলাদেশে তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করা হয়। ওয়ালটন শুধু স্মার্টফোনই নয় বরং টিভি,ফ্রিজ,ল্যাপটপ ইত্যাদি তৈরিতেও এগিয়ে রয়েছে। ওয়ালটনের ফ্রিজ বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত ও জনপ্রিয়।
১১.শাওমি (Xiaomi)
নির্মাতা দেশ: চীন (China)
বর্তমানে মিডিয়াম বাজেটে দারুণ দারুণ ফোন তৈরি করে বাজার দখল করছে শাওমি। শাওমির ফোনগুলো স্যামসাং, হুয়াওয়ে, অপোর মতো ব্র্যান্ডকে টেক্কা দিচ্ছে। বর্তমানে শাওমির ফোনগুলো অধিক জনপ্রিয়। শাওমির ভারত ও চীনে স্মার্টফোন তৈরির কারখানা রয়েছে। তবে, বাংলাদেশে তারা এখনো কোনো অ্যাসেম্বল প্লান্ট স্থাপন করেনি। যে কারণে শাওমির ফোনগুলো ক্রেতাদের কিছুটা উচ্চমূল্যে কিনতে হচ্ছে।
১২. আইটেল (Itel)
নির্মাতা দেশ: চীন (China)
বাংলাদেশে আইটেল খুব অল্প সময়ে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাংলাদেশের বাজারে আইটেল ফোনের বিক্রি দিন দিন বাড়ছে। চীন,ভারত ও বাংলাদেশে আইটেলের ফোন তৈরির কারখানা রয়েছে। আইটেল সম্প্রতি বাংলাদেশে তাদের ফোনের মাদারবোর্ড তৈরি করছে। টেকনো (Tecno) হচ্ছে আইটেলের সাব-ব্র্যান্ড বা সহযোগী ব্র্যান্ড।
১৩. ইনফিনিক্স (Infinix)
নির্মাতা দেশ: চীন (China)
ইনফিনিক্স স্মার্টফোন ব্র্যান্ড তেমন পরিচিতি লাভ করেনি। তবে দিন দিন এ ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ছে। ইনফিনিক্সকে ফোনের বাজারে টিকে থাকার জন্য আইটেল,সিম্ফনি ইত্যাদি ব্র্যান্ডের সাথে যুদ্ধ করতে হচ্ছে। তবে এর পরেও ইনফিনিক্স বর্তমানে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে।
১৪. এলজি (LG)
নির্মাতা দেশ: দক্ষিণ কোরিয়া
স্যামসাংয়ের পর কোরিয়ার আরও একটি ইলেট্রনিক্স ব্র্যান্ড হলো এলজি। এলজি সাধারণত টিভি তৈরির জন্য বিখ্যাত। তবে স্মার্টফোন তৈরিতেও তারা বেশ এগিয়ে রয়েছে। কিন্তু এলজি স্মার্টফোনের বাজারে চীনা ব্র্যান্ডের ফোনগুলোর সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। যার ফলে তারা কিছুটা হলেও বাজার হারিয়েছে।
১৫. এইচটিসি (HTC)
নির্মাতা দেশ: তাইওয়ান (Taiwan)
এইচটিসি একটি তাইওয়ানীজ স্মার্টফোন ব্র্যান্ড। এইচটিসির ফোনগুলো জনপ্রিয় হলেও বর্তমানে তাদের বিভিন্ন চীনা ফোনের সাথে টেক্কা দিতে হচ্ছে। যার ফলে বর্তমানে এই ব্র্যান্ডের ফোনের বিক্রি অনেকটাই কমে গেছে। তবুও, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে এইচটিসির যথেষ্ট পরিচিতি রয়েছে।
১৬.লেনোভো (Lenovo)
নির্মাতা দেশ: চীন (China)
লেনোভো চীনের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি ইত্যাদি ব্র্যান্ডের ভিড়ে তারা বাজার হারিয়ে ফেলছে। এরপরেও স্মার্টফোনের বাজারে তারা যথেচ্ছ পরিচিত।
إرسال تعليق