বিকাশে মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করতে হলে আপনার একটি বিকাশ একাউন্টের প্রয়োজন হবে।
আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি বিকাশ একাউন্ট খুলবেন।
বিকাশ একাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে Bkash লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর ডাউনলোড শেষে অ্যাপটা ওপেন করতে হবে।
১.ওপেন করার পর উপরের দিকে Login/Register এ ক্লিক করুন।
২.এরপর উপরের মতো Register a new account এ ক্লিক করুন।
৩.এরপর আপনার যে মোবাইল নম্বরে বিকাশ খুলতে চান সে নম্বরটা এখানে দিন।
৪.আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। (রবি হলে রবি গ্রামীণফোন হলে গ্রামীণফোন।)
৫.ভাষা সিলেক্ট করুন। (বাংলা দিতে পারেন)
৬.Terms & conditions গুলো পড়ে I agree তে ক্লিক করুন।
৭.এরপরে আপনার আইডি কার্ড আপলোড করতে হবে। প্রথমে সামনের দিক ও পরে পেছনের দিক আপলোড দিন। ( স্পষ্টভাবে ছবি তোলার চেষ্টা করবেন।)উদাহরণ হিসেবে আমি আপনাদের পেছনের দিকেরটা দেখালাম।
৮.সেলফি স্টাইলে সামনের ক্যামেরা দিয়ে আপনার ফটো তুলুন।(কোনো ক্লিক করতে হবে না। ফটোটি অটোমেটিক স্ক্যান হয়ে যাবে।)
৯.এরপর আপনার পিন কোড সেট করবেন। (কোডটি গোপন রাখতে হবে। প্রতিবার টাকা তোলার সময় পিনকোডটি লাগবে।)
১০.এরপর আপনার মোবাইলের কলবুকে ডায়াল করুন *247#।
১১.Active manu pin অপশন দেখবেন। 1 লিখে রিপ্লাই দিন।
১২.এরপর আপনার বিকাশের ৫ডিজিটের পিন নম্বর দিন। দেওয়ার পর পুনরায় কনফার্ম করুন।
১৩.ওকে এবার আপনার একাউন্ট খোলা শেষ।
১৪.এবার বিকাশ অ্যাপে লগইন করুন।লগইন করার সাথে সাথে ৫০ টাকা বোনাস পেতে পারেন।
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।ধন্যবাদ।
Post a Comment