আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভালোই আছেন মহান আল্লাহর রহমতে।
আজ নতুন একটি পোস্ট নিয়ে আসলাম।
বর্তমানে আমরা একদিনও ইন্টারনেট ছাড়া চলতে পারিনা। আর তাই আমাদের প্রতিমাসে ২০০/৩০০ টাকা এমবি কেনার পেছনে খরচ করতে হয়। অনেক সময় সাধারণভাবে নেট চালাতে গেলে নেটওয়ার্ক স্পীডের সমস্যা দেখা দেয়।
এসব ঝামেলা থেকে রক্ষা পেতে হলে Wi-Fi এর সংযোগ নেয়া প্রয়োজন।
Wi-Fi কী? :-
ওয়াইফাই হলো এমন একটি কমিউনিকেশন প্রযুক্তি যেটা তারবিহীন মাধ্যমের সাহায্যে কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। Wi-Fi এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity।
এটি মূলত LAN (Local Area Network) এর ওয়্যারলেস হিসেবে কাজ করে। ওয়াইফাইয়ের কাভারেজ এরিয়া কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওয়াইফাইয়ের নেটওয়ার্কভুক্ত এলাকা Wi-Fi হটস্পট (hotspot) নামে পরিচিত।
আরো পড়ুন:- গুগল কিভাবে টাকা আয় করে
কেন ওয়াইফাই লাগাবেন :-
আপনার বাসায় যদি ওয়াইফাইয়ের সংযোগ থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ইন্টারনেট চালাতে পারবেন। আপনাকে শুধু মাস শেষে নির্দিষ্ট বিল পরিশোধ করতে হবে।
এখন গ্রামাঞ্চলেও অনেকের বাড়িতে ওয়াইফাইয়ের সংযোগ রয়েছে।
আপনি ব্যক্তিগতভাবে ওয়াইফাইয়ের সংযোগ নিলে তা ব্যয়বহুল হতে পারে। এজন্য আপনারা কয়েকজন বন্ধু বা প্রতিবেশী মিলে যৌথভাবে সংযোগ নিয়ে কিছুটা অর্থ সাশ্রয় হবে।
আরও পড়ুন:- গেমস খেললে কি ফোনের ক্ষতি হয়
Wi-Fi এর মাসিক বিল কত টাকা:-
এটা নির্ভর করে আপনি কীরকম স্পীডের ওয়াইফাই লাগাতে চান সেটার উপর।
যেমন:- 1 mbps speed এর বিল ৮০০ টাকা।
1 mbps এর কানেকশন নিলে একসাথে ৭/৮ জন আনলিমিটেড নেট চালাতে পারবেন।
আর যদি 600 kbps স্পীডের কানেকশন নেন তাহলে প্রতিমাসে ৫০০ টাকা দিতে হবে।
600 kbps দিয়ে একসাথে ৪/৫ জন নেট চালাতে পারবেন।
কিভাবে Wi-Fi লাগাবেন:-
Wi-Fi লাগাতে হলে প্রথমে আপনাকে একটি রাউটার কিনতে হবে। রাউটারের দাম ( ১০০০-৫০০০) টাকা।
ওয়াইফাই রাউটারের দাম সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
এরপর আপনাকে স্থানীয় ব্রডব্যান্ড সাপ্লাইয়ারের সাথে যোগাযোগ করতে হবে। তারা আপনার বাসায় ওয়াইফাই লাগিয়ে দিবে এর জন্য ইন্সটলেশন চার্জ ৭০০ টাকা দিতে হবে।
Wi-Fi ইন্সটলেশন হয়ে গেলে আপনি টেনশন ফ্রী আনলিমিটেড নেট ইউজ করতে পারবেন।
আপনি কমদামের ভেতরে Wi-Fi লাগাতে চাইলে ৫০০ টাকায় 600 kbps এর ওয়াইফাই আপনার জন্য ভালো হবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।
আশাকরি আপনাদের পোস্টটি ভালো লেগেছে।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
চাইলে আমাকে ফেসবুকে নক দিতে পারেন। আমার ফেসবুক আইডির লিংক।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আরএস ট্রিক২১ এর সাথেই থাকুন।
♠ধন্যবাদ♠
Post a Comment