দেশীয় ব্র‍্যান্ড সিম্ফনি বাজারে নিয়ে এলো তাদের তৈরি আরো একটি ফোন। ২০২১ সালের শুরুতেই অর্থাৎ, জানুয়ারি মাসে এই ফোনটি বাজারে আসে। 



আসুন দেখে নিই কী কী ফিচার রয়েছে সিম্ফনির এই ফোনে।


ডিসপ্লে

ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির HD+IPS ডিসপ্লে। যা  বর্তমান যুগের প্রায় সব ফোনেই দেখা যায়। এটি একটি ভালো ফিচারই বটে। ফোনটিতে কোনো ডিসপ্লে প্রোটেক্টর নেই। তাই, আপনাকে অল্প কিছু টাকা খরচ করে দোকান থেকে ডিসপ্লে প্রোটেক্টর কিনে নিতে হবে। যাতে, আপনার ফোনের ডিসপ্লে সুরক্ষিত থাকে।


অপারেটিং সিস্টেম

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা নিয়ন্ত্রিত। যা বর্তমানের অধিকাংশ ফোনেই দেখা যায়।


চিপসেট

ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও এ২৫ (MediaTek Helio A25) চিপসেট।


প্রসেসর

ফোনটিতে রয়েছে ১.৮ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর।

 

মেমোরি

ফোনটিতে রয়েছে ৪জিবি র‍্যাম। সাথে থাকছে ৬৪জিবির বিশাল ইন্টারনাল স্টোরেজ। যা এই ফোনটির অন্যতম বিশেষ একটি দিক। ফোনটিতে ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।


নেটওয়ার্ক

বর্তমান যুগের অন্যান্য ফোনের মতো এই ফোনটিও মূলত ৪জি সাপোর্টেড। এছাড়াও, ফোনটি ২জি, ৩জি এবং ওয়াই-ফাই সাপোর্ট করে। এই ফোনটি ৪জি সাপোর্টেড হওয়ায় দ্রুতগতির নেট চালাতে পারবেন।


সিম

ফোনটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা। যার ফলে ব্যবহারকারী প্রয়োজনবোধে দুটি সিম ব্যবহার করতে পারবেন।


রিয়ার ক্যামেরা

ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনটিতে পাচ্ছেন ১৩ মেগা-পিক্সেল (13MP)+ ৫ মেগা-পিক্সেল (5MP)+ ২ মেগা-পিক্সেল (2MP) ক্যামেরা। যা দ্বারা ভালো ভালো ফটো ক্যাপচার করতে পারবেন। সাথে রয়েছে গুগল লেন্স, নাইট মোড, এইচডিআর (HDR) মোডের সুবিধা। আরও থাকছে ফুল HD (1080p) ভিডিও রেকর্ডিংয়ের বিশেষ সুবিধা।


সেলফি ক্যামেরা

ফোনটিতে পাচ্ছেন ৮ মেগা-পিক্সেলের (8MP) সেলফি ক্যামেরা। যা দ্বারা ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন। এছাড়াও, রয়েছে ফুল HD (1080p) ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।


বডি ও কালার

ফোনটির বডি প্লাস্টিকের তৈরি। ফোনটির ওজন ১৮৬ গ্রাম। যা খুবই হালকা ও কমফোর্টেবল। ফোনটি ৮.৯ মিলিমিটার সরু। ইন্ডিগো ব্লু (Indigo Blue), অ্যামাজন গ্রীণ (Amazon Green) এবং পার্সিয়ান ব্লু (Persian Blue) এই তিনটি রংয়ে পাওয়া যাচ্ছে ফোনটি।


সেন্সর

ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্বারা ফোনের পেছনে আঙুল বসিয়ে সহজেই ফোন আনলক করতে পারবেন। এছাড়াও ফেস আনলক তো থাকছেই।


ব্যাটারি

সিম্ফনির এই ফোনটিতে পাচ্ছেন ৫০০০ মিলি-অ্যাম্পায়ারের (5000 mAh) শক্তিশালী লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দ্বারা ২ হতে আড়াই দিনের ব্যাক-আপ পেয়ে যাবেন।


চার্জিং

ফোনটির সাথে পাচ্ছেন ১০ ওয়াটের মিডিয়াম ফাস্ট চার্জিং এডাপ্টার। যা দ্বারা ১ হতে দেড় ঘন্টার মধ্যে আপনার ফোন ফুল চার্জ করতে পারবেন।


দাম

সিম্ফনি জেড৩০ প্রো (Symphony Z30 Pro) এর দাম অফিসিয়ালি  ১০,৮৯০ টাকা। অর্থাৎ, আপনি ১১ হাজার টাকার মধ্যে ফোনটি পেয়ে যাচ্ছেন।


Manufactured by SYMPHONY 

Made in Bangladesh

Post a Comment

Previous Post Next Post