আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমার ব্লগ আরএসট্রিক২১ এ আপনাদের স্বাগতম।


কিভাবে আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার চালু করবেন।আজকের পোস্টে সেটা আমি আপনাদের শেখাবো।

 আপনারা হয়তো অনেকের আইডিতে দেখে থাকবেন Followed by 3700 peoples,/Followed by 5700 peoples.

তবে ফলোয়ার চালু করার আগে আপনার বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।

আপনার বয়স যদি ১৮ এর কম হয় তাহলে আপনার ফেসবুকের সেটিংস এ গিয়ে Birth-date চেঞ্জ করে নিন। 

তো চলুন তাহলে শুরু করি।


ফলোয়ার চলু করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডাটা কানেকশন অন করে ফেসবুক অ্যাপ এ যান। অথবা www.facebook.com এ  যান (যদি ব্রাউজার ইউস করে ফেসবুক ব্যবহার করেন)।


এরপর কোণার দিকে থ্রি-ডট অপশনটাতে ক্লিক করুন।

এরপর নিচের দিকে যান।


উপরের স্কীনশটটি খেয়াল করুন।এখানে settings নামে একটা অপশন দেখতে পাবেন।

সেটাতে ক্লিক করুন। 

এরপর খানিকটা নিচে গেলে public posts নামে একটা অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। 


এরপর নিচের মতো সবগুলো public করে দিন। 


comment ranking অন করে দিন।

 এবার আপনার কাজ শেষ। এখন থেকে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আপনি যদি এক্সেপ্ট না করেন তাহলে সে আপনার ফলোয়ার হয়ে যাবে।


(বি:দ্র:- আপনাদের বুঝার সুবিধার জন্য ফোনের স্ক্রীনে কিছুক্ষণ চেপে ধরে রেখে Download Image এ ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন।)





পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।




তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।

আশাকরি আমার পোস্ট আপনাদের উপকারে এসেছে এবং আপনাদের অনেককিছু জানাতে পেরেছি।

আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।

ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ প্রত্যাশা রইলো।






♠ধন্যবাদ♠

Post a Comment

أحدث أقدم