ইউটিউবে কত ভিউতে কত টাকা দেয় তা জানতে অনেকের মনে প্রশ্ন জাগে। 



আসল কথা হচ্ছে ইউটিউব ভিউসের উপর হিসাব করে কিন্ত কোনো টাকা দেয় না। 

ইউটিউব টাকা দেয় আপনার ভিডিওতে শো করা এ্যাড অর্থাৎ বিজ্ঞাপন কতজন কতসময় ধরে দেখল তার উপর হিসাব করে।

 ধরুন:- কেউ আপনার ভিডিওতে এ্যাড পুরো সময় ধরে দেখল। তাহলে আপনি টাকা বেশি পাবেন। আবার কেউ যদি আপনার এ্যাড ৪/৫ সেকেন্ড দেখার পর স্কিপ করে দেয় তবে আপনি টাকা পাবেন কম। 

মনিটাইজেশনের পর আপনি আপনার ভিডিওতে এ্যাড শো করতে পারবেন এবং এ্যাডের উপর ডিপেন্ড করে আপনার আয়ও বাড়তে থাকবে।

 আপনার মনিটাইজেশনের এপ্লাই করার জন্য ৩টি শর্ত পূরণ করতে হবে ১২ মাসের মধ্যে।

১.আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে।
২.১০০০০ ভিউস থাকতে হবে।
৩.চ্যানেলের সব ভিডিও মিলিয়ে মোট ৪০০০ ঘন্টা ওয়াচটাইম থাকতে হবে। অর্থাৎ লোকে আপনার চ্যানেলের ভিডিও ৪০০০ ঘন্টা সময় ধরে দেখেছে।


এবার আসি মূলকথায়, আপনার ভিডিওতে ১০/১৫ সেকেন্ডের একটি এ্যাডে যদি ১০০০ ভিউস হয় তাহলে আপনি ৩ থেকে ৫ ডলার পর্যন্ত পেতে পারেন। ১ ডলার =   বাংলাদেশী টাকায় প্রায় ৮০ টাকা। তাহলে আপনি এ্যাডে ১হাজার ক্লিকের ফলে পাচ্ছেন  ৮০*৩=২৪০ টাকা।


আর যদি এ্যাডে ৫হাজার ক্লিক হয় তাহলে আপনি ১২ থেকে ১৫ ডলার পর্যন্ত পেতে পারেন। এরকম হলে আপনার আয় গিয়ে দাড়াঁবে ৮০*১২= ৯৬০ টাকায়। 

কখনো কখনো আপনার আয় এর থেকে বেশি হতে পারে।

 তবে আপনার যদি ইংরেজীতে দক্ষতা থাকে তাহলে ইংরেজীতে ভিডিও বানান। কারণ ইংরেজী ভিডিওতে আয় বেশি। ইংরেজী ভিডিও হলে ইউরোপ-আমেরিকা থেকে বেশি ভিউয়ারস পাবেন। এসব দেশ থেকে প্রতি ক্লিকে ১ ডলার পর্যন্ত পেয়ে যেতে পারেন।

Post a Comment

أحدث أقدم