আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন।


আপনারা অনেকেই তো মোবাইলে পাবজি, ফ্রী-ফায়ার খেলে থাকেন। কোনোদিন মোবাইলে গেমস খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।


কিন্ত এতে কি মোবাইলের কোনো ক্ষতি হয় কিনা অনেকেই হয়ত জানেন না। 


আজকের পোস্টে সেটা নিয়ে আলোচনা করব। 




অনেক সময় গেমস খেলাটা নেশা হয়ে দাঁড়ায়।

 আমরা সময় কাটানোর জন্য বা আনন্দ বা বিনোদনের জন্য মোবাইলে বিভিন্ন রকম গেমস খেলি। 

তবে আমাদের মোবাইলে গেমস খেললে কি কি ক্ষতি হতে পারে তাও জেনে রাখা দরকার। 


তো চলুন জেনে নেওয়া যাক।



কি কি ক্ষতি হয়:- 


মোবাইলে গেমস খেললে নানা ধরণের সমস্যা দেখা দেয়। যার মধ্যে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া অন্যতম। 


পাবজি,ফ্রী-ফায়ার,ক্ল্যাশ অব ক্ল্যানস,টেম্পল রান,সাবওয়ে সার্ফার,অ্যাংরি বার্ডস যাই বলুন না কেন সব গেমই কিন্ত কমবেশি ফোনের ক্ষতি করে।


আপনি মোবাইলে গেমস খেলার সময় হয়তো খেয়াল করলে দেখবেন মোবাইল তাড়াতাড়ি গরম হয়ে যায়। গেমস খেলার সময় ফোনের প্রসেসর ও ব্যাটারির উপর চাপ পরে।

 যার কারণে ফোন গরম হয়ে যায়। এতে ফোনের ব্যাটারি লাইফের ক্ষতি হয়। ফোনেরও ক্ষতি হয়।


আপনি মোবাইলে নিয়মিত ৪/৫ মাস গেমস খেলার পর দেখবেন আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আর অতিরিক্ত গেমস খেললে ফোন স্লো হয়ে যায় ও হ্যাং করে। 


লো কনফিগারেশনের ফোনে হাই-কনফিগারেশনের গেমস খেললে আরো বেশী ক্ষতি হতে পারে। অনেক সময় ফোন নষ্ট হয়ে যায়। 😐


তাই মোবাইলে গেমস যত কম খেলতে পারেন তত ভালো। বেশী খেললে মোবাইলের স্থায়িত্ব কমে যায়।

কেউই চায় না যে তার সাধের মোবাইলটা নষ্ট হয়ে যাক।


আর আপনি যদি পাবজি/ফ্রী-ফায়ারের মতো অনলাইন  গেমস খেলে থাকেন তাহলে ব্যাটারি ফুরিয়ে যেতে বেশীদিন সময় লাগবে না। 😛


  মাঝে মাঝে সময় কাটানোর জন্য খেলতে পারেন। তবে না  খেলাই ভালো আমার মতে।




তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।

আশাকরি আমার পোস্ট আপনাদের উপকারে এসেছে এবং আপনাদের অনেককিছু জানাতে পেরেছি।

আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।

ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ প্রত্যাশা রইলো।





♠ধন্যবাদ♠

Post a Comment

Previous Post Next Post