আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভালোই আছেন। আমার ওয়েবসাইটে আসার জন্য আপনাদের ধন্যবাদ।
বর্তমান সময়ে ইন্টারনেটের অপর নাম গুগল। কেননা তাদের সেবার মধ্যে রয়েছে গুগল সার্চ, ইউটিউব, প্লে-স্টোর, গুগল ম্যাপস ইত্যাদি।
গুগল অনেক বড় একটি প্রতিষ্ঠান। গুগল আমাদের ইন্টারনেটভিত্তিক অনেক সেবা দিয়ে থাকে। আর তাদের বার্ষিক আয় আপনার কল্পনার বাইরে। এখন কথা হচ্ছে তারা আয় করে কিভাবে? গুগল এতগুলো টকা কিভাবে আয় করে তা সবারই প্রশ্ন।
আসল কথা হচ্ছে গুগল আপনার থেকে সরাসরি কোনো আয় করে না। করলেও তা খুবই কম। গুগলের আয়ের ৯৫% বা তারও বেশী হচ্ছে পরোক্ষ আয়।
তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গুগলের আয়ের উৎসগুলো দেখে নিই। কিভাবে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে তা দেখে নিই।
Google Adsense:-
গুগলের আয়ের ৯৫% বা তারও বেশি আয় আসে বিজ্ঞাপন থেকে।গুগল অ্যাডসেন্স হলো গুগলের একটি বিজ্ঞাপন প্লাটফর্ম। এর মাধ্যমে গুগল বিজ্ঞাপন দেখিয়ে আয় করে থাকে। আমরা ইউটিউব ভিডিওতে ও ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি। এসব বিজ্ঞাপন হচ্ছে অ্যাডসেন্সের বিজ্ঞাপন।
এই বিজ্ঞাপনের প্রাপ্ত সব অর্থ কিন্ত গুগল একা গ্রহণ করে না। এর একটি অংশ পাবলিশারদের দেওয়া হয়। পাবলিশার মানে যার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে এসব বিজ্ঞাপন দেখানো হয়।
Google AdMob:-
গুগল এডমবও অ্যাডসেন্সের মতো একটি বিজ্ঞাপন প্লাটফর্ম। কিন্তু পার্থক্যটা হলো অ্যাডসেন্সের অ্যাড দেখানো হয় ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। আর এডমবের অ্যাড দেখানো হয় অ্যাপে। প্লে-স্টোরের অ্যাপে আপনারা অনেক সময়ই অ্যাড দেখে থাকেন। এসব হচ্ছে গুগল এডমবের অ্যাড। গুগল এডমব গুগলের আয়ের অন্যতম উৎস।
Google Adwords:-
অ্যাডওয়ার্ডসের মাধ্যমে গুগল বিজ্ঞাপন গ্রহণ করে থাকে। যেহেতু গুগলের গ্রাহক অনেক বেশী তাই গুগলে বিজ্ঞাপন দিলে সেটা বেশি প্রচার হয়। তাই বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য গুগলকে বেছে নেয়।
মজার কথা হচ্ছে এখানে বিজ্ঞাপন দিলে তারা আপনার থেকে কোনো টাকা নিবে না। শুধু বিজ্ঞাপনে ক্লিক হলে আপনাকে চার্জ করবে। এই পদ্ধতি CPC অর্থাৎ cost per click নামে পরিচিত।
Paid service:-
বিজ্ঞাপনের বাইরে গুগলের কিছু সেবা রয়েছে। যা ব্যবহার করলে অর্থ পরিশোধ করতে হয়। এগুলোর মধ্যে গুগল ট্রান্সলেট অন্যতম। এটা আপনি ব্যক্তিগতভাবে ফ্রীতে ব্যবহার করতে পারবেন। তবে ব্যবসায়িকভাবে ব্যবহার করতে হলে অর্থ পরিশোধ করতে হয়।
এছাড়াও প্লে-স্টোরের কিছু অ্যাপস ও গেমস টাকা দিয়ে কিনে নিতে হয়। এসব পেইড সার্ভিস থেকেও গুগল ভালো পরিমাণ আয় করে থাকে। তবে গুগল তাদের অধিকাংশ সার্ভিস ফ্রীতেই দিয়ে থাকে।
Google Device/pixel phone:-
গুগল তাদের পিক্সেল ফোন থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকে। গুগলের এই ডিভাইস ওয়ান-প্লাস ও অ্যাপলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে টিকে আছে।
পিক্সেল ফোন বিক্রি করে গুগল ভালো আয় করে। ২০১৮ সালে শুধু পিক্সেল ফোন বিক্রি করে ১.৭৮ বিলিয়ন ডলার আয় করে। এটা তাদের সরাসরি আয়ের বৃহৎ একটি উৎস।
তো বন্ধুরা, গুগল সাধারণত এভাবেই কোটি কোটি ডলার ইনকাম করে থাকে। তাদের আয়ের বড় একটি অংশ পায় পরোক্ষ আয় অর্থাৎ বিজ্ঞাপন থেকে। আর প্রত্যক্ষভাবেও তারা অনেক আয় করে থাকে।
إرسال تعليق