কেমন আছেন বন্ধুরা?  আশাকরি সবাই ভালো আছেন।

আজকের পোস্টে  আপনাদের দেখবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন।

ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ। আপনি মাত্র ২ মিনিটেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারবেন।

তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূলকাজে যাওয়া যাক।




ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য সবার প্রথমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন চালু করে নিন।

এরপর আপনার ফোনের ইউটিউব অ্যাপে যান। তবে তার আগে একটা কথা বলে রাখি ইউটিউব চ্যানেল তৈরির জন্য আপনার একটি জিমেইল আইডির প্রয়োজন হবে। আপনার জিমেইল একাউন্ট না থাকলে এখনই তৈরি করে নিন।

ইউটিউব চ্যানেল খুলতে হলে জিমেইল একাউন্টের প্রয়োজন হয় কারন এটি গুগলের প্রোডাক্ট। আশাকরি আপনার জিমেইল আইডি আছে না থাকলে তৈরি করে নিন।




এরপর (ইউটিউব অ্যাপ ওপেন করার পর)উপরে কোণার দিকে এরকম একটা আইকন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। 



এরপর Your Channel এ ক্লিক করুন।


এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার নাম দেখতে পাবেন। এর ঠিক ডানদিকে এরকম একটা সেটিংস আইকন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। 



এরপর ডানদিকের পেন্সিল আইকনে ক্লিক করুন।




এরপর সেখানে আপনার জিমেইল আইডিতে যে ইউজার নেম দিয়েছিলেন সেটা দেখতে পাবেন। ওটা কেটে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের  যে নামটি দিতে চান সেটা দিন।



এরপর discription এ আপনার চ্যানেলটি সর্ম্পকে কিছু লিখুন।



এবার create channel এ ক্লিক করুন। ব্যস এবার আপনার কাজ শেষ। আপনার চ্যানেল তৈরির কাজ শেষ।

চ্যানেল তৈরি করার পর আপনার চ্যানেলে একটি চ্যানেল লোগো ও চ্যানেল আর্ট আপলোড দিবেন। পরেও দিতে পারবেন কোনো সমস্যা নেই।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশাকরি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমার ফেসবুক আইডির লিংক।

তো বন্ধুরা ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
Rstrick21 এর সাথেই থাকবেন।
আপনাদের কোনো সমস্যা আমাকে ফেসবুকে জানাতে পারেন। এছাড়াও আমাকে মেইল করতে পারেন।
আমার মেইল আইডি sriaz6347@gmail.com

আমি আপনাকে সাহায্য করার জন্য সবসময় চেষ্টা করব।

♠ধন্যবাদ♠

Post a Comment

Previous Post Next Post