আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন।
আজকের পোস্টটি করার উদ্দেশ্য হচ্ছে অনলাইনে টাকা আয় করার সঠিক উপায় সম্পর্কে আপনাদের জানানো। কেননা, অনেকেই অনলাইনে আয় করতে চায় কিন্তু অনলাইনে আয় করার সঠিক উপায় সম্পর্কে জানে না। ফলে পরবর্তীতে তারা হতাশ ও বিভ্রান্ত হয়। আমার ব্লগে অনলাইনে আয় করার উপায় সম্পর্কে অনেকগুলো পোস্ট রয়েছে।
অনলাইনে আয় করার অনেক সঠিক উপায় যেমন আছে তেমনি অনেক ভুয়া উপায়ও আছে। আপনি যদি ভুয়া এসব উপায়ে আয় করতে যান তাহলে আয় করা তো দূরের কথা উল্টো আপনার এমবিগুলোও নষ্ট হবে। আর এমবি তো টাকা দিয়েই কিনে নিতে হয়। তাই, এসব ভুয়া ও ফালতু উপায়ে টাকা আয় করা তো দূরের কথা উল্টো আপনার টাকাগুলোও পানিতে যাবে।
তো বন্ধুরা, এজন্য আপনাকে অনলাইনে টাকা আয় করার সঠিক উপায় খুঁজতে হবে। আমার মতে অনলাইনে আয় করার সঠিক উপায় হচ্ছে গুগল অ্যাডসেন্স ও ফ্রীল্যান্সিং বা আউটসোর্সিং।
তো চলুন জেনে নিই অনলাইনে আয় করার সঠিক উপায়গুলো কী কী? এবং এর বিস্তারিত।
১. গুগল অ্যাডসেন্স:-
যারা নতুন তারা নিশ্চই ভাবছেন গুগল অ্যাডসেন্স টা আবার কি? আপনাদের একটু বুঝিয়ে বলি। আপনারা নিশ্চই বিভিন্ন ওয়েবসাইটে বা ব্লগে কিংবা ইউটিউব চ্যানেলে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন দেখে থাকেন হয়তো। এসব অ্যাড বা বিজ্ঞাপন হচ্ছে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন। অর্থাৎ, গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি বিজ্ঞাপনী প্লাটফর্ম। যেখানে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়। এ বিজ্ঞাপন হতে প্রাপ্ত অর্থের একটি অংশ গুগল নেয় এবং অপর অংশ ( প্রাপ্ত অর্থের ৪৫%) দেয়া হয় সে ইউটিউব চ্যানেলের বা ওয়েবসাইটের মালিককে। এভাবে বিশ্বের হাজার-হাজার ব্লগার বা ইউটিউবার তাদের ব্লগ বা ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্সের অ্যাড দেখিয়ে লক্ষ-লক্ষ টাকা আয় করে থাকে। তাহলে, বুঝতে পেরেছেন গুগল অ্যাডসেন্স হতে আয় করার দুটি উপায় রয়েছে। একটি হলো ইউটিউবিং এবং অপরটি হচ্ছে আর্টিকেল বা ব্লগ লিখে আয় করা। আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করার জন্য উপরের দুটির যেকোনো একটি বেছে নিতে পারেন।
২. ফ্রীল্যান্সিং/ আউটসোর্সিং:-
এটাকে আউটসোর্সিংও বলা হয়ে থাকে। এটি এমন এক ধরণের পেশা যেখানে একজন মানুষ তার দক্ষতাকে ব্যবহার করে টাকা আয় করে থাকে। এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে প্রফেশনাল হতে হবে। তবে, প্রফেশনাল হওয়া এতো সহজ নয়। এ পেশায় আপনার দক্ষতা থাকলে লক্ষ-লক্ষ টাকা আয় করা কোনো ব্যাপার না। আউটসোর্সিং হচ্ছে এমন একটি পেশা যেখানে একজন ব্যাক্তি টাকার বিনিময়ে ঘরে বসেই বিভিন্ন কোম্পানীর কাজ করে দেয়। বাংলাদেশে আউটসোর্সিং এর কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস হলো Upwork, Fiverr, Freelancer ইত্যাদি। আউটসোর্সিং করার জন্য আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এসব কাজ জানতে হবে।উপরের যেকোনো একটিতে দক্ষতা অর্জন করতে হবে। আউটসোর্সিং এর কাজ করার জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে। বাংলাদেশের তরুণ-তরুণীদের কাছে আউটসোর্সিং একটি জনপ্রিয় পেশা। অনেকেই এটিকে চাকরির বিকল্প মনে করেন। বাংলাদেশে প্রায় ২৫ লক্ষ প্রফেশনাল ফ্রীল্যান্সার রয়েছেন। তাই, বলাই যায় এ পেশা অত্যন্ত জনপ্রিয়। তবে, এ পেশায় ক্যারিয়ার গড়তে হলে আপনাকে আপনাকে প্রথমে কষ্ট করে কাজ শিখতে হবে। এজন্য আপনার ধৈর্য+পরিশ্রম+দক্ষতা প্রয়োজন হবে।
কিছু ভুয়া উপায়:-
সঠিক উপায়গুলোর কথা যখন জানলেন তখন ভুয়া উপায়গুলো নিয়েও আলোচনা করা যাক। ভুয়া উপায়গুলোর মধ্যে রয়েছে অ্যাপ থেকে আয় করুন লক্ষ-লক্ষ টাকা, ওয়েবসাইট থেকে আয় করুন কোটি-কোটি টাকা, গেমস খেলে আয় করুন হাজার-হাজার টাকা! 😮😜😂😂। না.................. একটু মজা করলাম আরকি! এরকম শিরোনামের বিভিন্ন মজার ভিডিও ইউটিউবে দেখে থাকেন নিশ্চই? কিন্তু এগুলোর মধ্যে অধিকাংশই ভুয়া। তবে কিছু কিছু অ্যাপ সত্যিই পেমেন্ট করে থাকে। যেমন:- রিং আইডি অ্যাপ। এটি হতে টাকা আয় করা যায় ঠিক তবে এসব অ্যাপ দিয়ে টাকা আয় করা একটু কষ্টকর। কেননা, এসব অ্যাপের আয় হচ্ছে রেফারনির্ভর। রিং আইডিতে প্রতি রেফারে পাবেন ২০ টাকা করে। এবং অ্যাকাউন্ট খুললে পাবেন ৫০ টাকা। আপনার অ্যাকাউন্টে মিনিমাম ৫০০ টাকা হলে উইথড্র অর্থাৎ টাকা ক্যাশআউট করতে পারবেন। এ ধরণের অ্যাপ দিয়ে আয় করতে হলে প্রচুর রেফার করতে হয়। রিং আইডির একটি সুবিধা হচ্ছে তারা আপনার পেমেন্ট বিকাশে দিয়ে দেয়। তবে, আমার মতে কাজ করে আয় করা ভালো। এসব ফালতু চিন্তা মাথা থেকে বাদ দিয়ে কাজ করে আয় করুন।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।
আশাকরি, আমার পোস্ট আপনাদের উপকারে এসেছে এবং আপনাদের অনেককিছু জানাতে পেরেছি।
আপনাদের যেকোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে পারেন। কোনো কিছু জানার থাকলে আমাকে মেইল করতে পারেন। আমার ই-মেইল অ্যাড্রেস sriaz6347@gmail.com।
আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ প্রত্যাশা রইলো।
♠ধন্যবাদ♠
Post a Comment