বন্ধুরা, সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন।


আপনারা সবাই হয়তো জানেন যে, ক্রিকেট বর্তমানে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রায় সব দেশেই ক্রিকেট একটি আবেগের নাম। এমনকি পুরো বিশ্বতেও ক্রিকেট অন্যতম একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। 





ক্রিকেট সরঞ্জামাদির অন্যতম অংশ হলো ক্রিকেট ব্যাট।

ক্রিকেট ব্যাট দ্বারা বল হিট করা হয়। ব্যাটের মান ভালো হলে চার-ছক্কা মারতে ব্যাটসম্যানের অনেকটা সুবিধা হয়। তাই, একজন ব্যাটসম্যান সবসময় ভালোমানের ব্যাট খুঁজে থাকে। 



কিন্তু কোনো ব্যাট কতটা ভালোমানের তা কিভাবে বুঝবেন? কোনো ব্যাট ভালো মানের কিনা তা বুঝার কিছু উপায় রয়েছে।



আজকের পোস্টে ভালো ক্রিকেট ব্যাট চেনার উপায় নিয়ে আলোচনা করব। আশাকরি পোস্টটি প্রথম হতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। তাহলে চলুন শুরু করা যাক।






১. ভালো ব্যাটিংয়ের জন্য এমন কোনো ব্যাট বাছাই করুন যা বেশি ভারী নয় আবার হালকাও নয়। ব্যাট নিবেন মধ্যম ওজনের। অনেকেই মনে করে থাকেন যে ভারী ব্যাটে হিট বেশি হয়। যা একেবারেই ভুল ধারণা। আবার তাই বলে পাতলা ব্যাট দিয়েও খেলা ঠিক না। কেননা, পাতলা ব্যাট শুধু স্পিন বল খেলার জন্য উপযোগী। অন্যদিকে ফাস্ট বল খেলার জন্য ব্যাট সমান্য ভারী হতে হয়। যেহেতু, ফাস্ট বলে অনেক গতি থাকে তাই, মধ্যম ওজনের ব্যাট বেছে নিবেন। যাতে ফাস্ট ও স্লো দুই ধরণের বলই খেলতে পারেন।  






২. ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিকেট ব্যাট সাধারণত তৈরি হয় ইংলিশ উইলো কাঠ দিয়ে। যা শুধু ইংল্যান্ডে পাওয়া যায়। উইলো কাঠ দিয়ে তৈরি ব্যাটে ভালো স্ট্রোক থাকে। 






৩. ব্যাট কোন ব্র‍্যান্ডের তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যাট হলো সিএ (CA)। যা বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাটিং স্পন্সর। সিএ ব্যাট সাধারণত ভালো মানসম্পন্ন। এছাড়াও রয়েছে ডিএসসি (DSC), এসএস (SS), টন (TON), এসএফ (SF) এবং এমআরএফ (MRF)। তবে, আমার মতে সিএ (CA) ব্যাটই সবচেয়ে ভালো ব্যাট।





৪. ব্যাট প্রথমে হাতে নিয়ে দেখুন ব্যাটের কোন জায়গায় বেশি ভারী। ব্যাটের গোড়ার দিকে অর্থাৎ ব্যাটের হাতল বা হ্যান্ডেলের জায়গায় ( যেটি দিয়ে ব্যাট ধরা হয়) বেশি ভারী হলে সে ব্যাট ভালো নয়। অন্যদিকে, ব্যাটের আগার দিকে ( যেখানে বল লাগলে টাইমিং হয়) বেশি ভারী হলে সে ব্যাট অপেক্ষাকৃত ভালো। এটি করার জন্য ব্যাটের দুই দিকেই ধরে পরীক্ষা করে দেখতে হবে। আপনার এখন মনে হতে পারে ব্যাটের আগা পানিতে ভিজিয়ে রাখলেই তো হয়। ব্যাটের আগা তখন ভারী হয়ে হয়ে যাবে। সাবধান! এমনটা কখনোই করবেন না। করলে পুরো ব্যাটসহ ভারী হয়ে যাবে।




৫. অনেক ব্যাট আছে যেগুলো দিয়ে হিট করলে ঠাস-ঠাস আওয়াজ হয়। আপনাদের এরকম ব্যাট না কেনার জন্য অনুরোধ রইলো। এধরণের ব্যাটে কোনো স্ট্রোক থাকে না।




বি:দ্র:- ( উপরের টিপসগুলো টেপ-টেনিস বলের ব্যাটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তবে কিছু ক্ষেত্রে কাটার বলের ব্যাটের ক্ষেত্রেও প্রযোজ্য।) 








আশাকরি, আপনারা ক্রিকেটে ভালো ব্যাট চেনার উপায় সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। আপনাদের যেকোনো মতামত কমেন্টে জানাতে পারেন।






🔹ধন্যবাদ 🔹

Post a Comment

Previous Post Next Post