স্মার্টফোনের জগতে অনন্য একটি ব্র‍্যান্ড হচ্ছে রিয়েলমি। ২০২০ সালের শেষের দিকে অক্টোবর মাসে বাংলাদেশের বাজারে আসে রিয়েলমির আরো একটি ফোন রিয়েলমি নারজো ২০ (realme narzo 20)। অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে রিয়েলমির এই ফোনটি। আসুন দেখে নিই রিয়েলমির দারুণ এই ফোনের ফিচার সম্পর্কে।




ডিসপ্লে

ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। সাথে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। যা ফোনের ডিসপ্লে কে সুরক্ষিত রাখবে।


অপারেটিং সিস্টেম

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা নিয়ন্ত্রিত। 


প্রসেসর

ফোনটিতে রয়েছে ২ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর।


চিপসেট

ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের MediaTek Helio G85 চিপসেট।


জিপিইউ

ফোনটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali-G52 MC2।


মেমোরি

ফোনটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম। সাথে পাচ্ছেন ৬৪ জিবির বিশাল ইন্টারনাল স্টোরেজ।


সেন্সর

ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্বারা ফোনের পেছনে আঙুল বসিয়ে সহজেই ফোন আনলক করতে পারবেন। এছাড়াও ফেস আনলক তো থাকছেই।


নেটওয়ার্ক

রিয়েলমির এই ফোনটি মূলত ৪জি সাপোর্টেড। এছাড়াও, ফোনটি ২জি, ৩জি এবং ওয়াই-ফাই সাপোর্ট করে।


সিম

ফোনটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা। যার ফলে ব্যবহারকারী প্রয়োজনবোধে দুটি সিম ব্যবহার করতে পারবেন।


রিয়ার ক্যামেরা

ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনটিতে পাচ্ছেন ৪৮ মেগা-পিক্সেল (48MP)+৮ মেগা-পিক্সেল (8MP)+২মেগা-পিক্সেল (2MP) ক্যামেরা। যা এই ফোনের বিশেষ একটি দিক।এছাড়াও, রয়েছে HDR মোড ও ফুল HD (1080p) ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। ফোনটিতে ৪৮ মেগা-পিক্সেলের (48MP) ক্যামেরা থাকার কারণে নিখুঁত সব ছবি তুলতে পারবেন। 


সেলফি ক্যামেরা

সেলফি ক্যামেরার বেলায় এই ফোনটিতে একটু ব্যাতিক্রম ঘটেছে। ফোনটিতে রয়েছে ৮ মেগা-পিক্সেলের (8MP) সেলফি ক্যামেরা। যেটি রিয়ার ক্যামেরা অনুযায়ী মানানসই না হলেও,  মোটামুটি ভালো সেলফি ক্যাপচার করা সম্ভব।


ব্যাটারি

রিয়েলমির এই ফোনে থাকছে ৬০০০ মিলি-অ্যাম্পায়ারের (6000mAh) শক্তিশালী নন-রিমুভেবল লিথিয়াম পলিয়াম ব্যাটারি। যার ফলে ফোনটিতে তাড়াতাড়ি ব্যাটারি ফুরিয়ে যাওয়ার কোনো চান্স থাকছেনা। ফোনটি একবার ফুলচার্জ দিলে আনায়াসে ৩ দিন পর্যন্ত চালাতে পারবেন।


চার্জিং

ফোনটির সাথে পাচ্ছেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এডাপ্টার। যা দ্বারা ১ ঘন্টার মধ্যেই ফোনটি ফুলচার্জ করতে পারবেন।


বডি ও কালার 

প্লাস্টিক বডি ও নচ ডিসপ্লের এই ফোনটির ওজন ২০৮ গ্রাম। যা খুব বেশী ভারী নয় আবার পাতলাও নয়। ফোনটি ৯.৮ মিলিমিটার সরু। গ্লোরি সিলভার (Glory Silver) ও ভিক্টোরি ব্লু (Victory Blue) এই দুই রঙয়ে পাওয়া যাচ্ছে ফোনটি।


দাম

রিয়েলমি নারজো ২০ (Realme Narzo 20) এর দাম বাংলাদেশে অফিসিয়ালি ১৩,৯৯০ টাকা। অর্থাৎ, আপনি ১৪ হাজার টাকার মধ্যেই দারুণ এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন। ফোনটির কোয়ালিটির তুলনায় দাম কম বললেও ভুল হবে না।


আমার মতামত 

আমার মতে ফোনটির বাজেটের তুলনায় এটি ভালো। আপনি যদি ফোনটির ক্যামেরার দিকে তাকান তাহলে সহজেই এটি বুঝতে পারবেন। এছাড়াও, ফোনটিতে ৪ জিবি র‍্যাম, ২ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ থাকার কারণে ফোনটিকে মিডিয়াম বাজেটে সেরা গেমিং ফোন বলা যায়। এছাড়াও, এই ফোনের ব্যাটারি লাইফও যথেষ্ট ভালো (6000mAh)। তবে, এই ফোন কেনা বা না কেনা নির্ভর করবে আপনার পছন্দের উপর। আমার মতে, কেনাটাই ভালো।


Manufactured by Realme

Assembled in Bangladesh

Post a Comment

أحدث أقدم