আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন।

মোবাইল ফোন দৈনন্দিন জীবণের অপরিহার্য একটি অংশ। যোগাযোগ, বিনোদন কিংবা সময় কাটানো যাই বলুন না কেন এটি আমাদের নিত্যদিনের অন্যতম সঙ্গী। তাই, আমরা বাজেটের ভেতরে ভালো কোনো ফোন খুঁজে থাকি। আমাদের মধ্যে অধিকাংশ লোকের ফোন কেনার বাজেট থাকে ১০ থেকে ১৫ হাজারের মধ্যে। তাই, আজকে আপনাদের এমনই একটি লো-বাজেটের স্মার্টফোন সম্পর্কে জানাবো। ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি এ০১ (Samsung Galaxy A01)। 

স্যামসাং ব্র‍্যান্ডের এই ফোনটি ২০২০ সালের জানুয়ারী মাসে রিলিজ হয়। ফোনটি ভারতে আসে ২০২০ সালের জুলাইয়ে। এবং বাংলাদেশে আসে ২০২০ সালের শেষের দিকে (সম্ভবত অক্টোবর-নভেম্বর মাসে)।



আসুন দেখে নিই কী কী রয়েছে এই ফোনে।


ডিসপ্লে

ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেক্টর নেই। ফোনটির ডিসপ্লে সুবিধা নিয়ে বলতে গেলে, ফোনটিতে রয়েছে মাল্টিটাস্কিং এর সুবিধা। যা সব ফোনেই দেখতে পাওয়া যায়।


অপারেটিং সিস্টেম

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা নিয়ন্ত্রিত। যেটি বর্তমানের অধিকাংশ ফোনে দেখা যায়।


মেমোরি

ফোনটিতে রয়েছে ২জিবি র‍্যাম। এছাড়াও, রয়েছে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে ৫১২জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।


প্রসেসর

ফোনটিতে রয়েছে ১.৯৫ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। যা বাজেটের তুলনায় মোটামুটি ভালো।


চিপসেট

ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। 


রিয়ার ক্যামেরা

স্যামসাং ফোনের অন্যতম শক্তিশালী দিক হচ্ছে এর কোয়ালিটিফুল ক্যামেরা। স্যামসাংয়ের ডুয়াল রিয়ার ক্যামেরার এই ফোনটিতে রয়েছে ১৩ মেগা-পিক্সেলের (13MP) ওয়াইড ও ২ মেগা-পিক্সেলের (2MP) ডিপথ  ক্যামেরা। যা দ্বারা আপনি দারুণ সব ছবি তুলতে পারবেন।


সেলফি ক্যামেরা

ফোনটিতে রয়েছে ৫ মেগা-পিক্সেলের (5MP) সেলফি ক্যামেরা। যা দ্বারা দারুণ সব সেলফি ক্যাপচার করা সম্ভব।


লকিং সিস্টেম

বর্তমান যুগের প্রায় সব ফোনে ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধা থাকলেও স্যামসাংয়ের এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। আপনাকে ফোন আনলক করার জন্য জাস্ট ফেস আনলকের সাহায্য নিতে হবে।


ব্যাটারি

ফোনটিতে রয়েছে ৩০০০ মিলি-অ্যাম্পায়ারের (3000mAh) নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। যা আপনাকে মোটামুটি ১ দিনের ব্যাকআপ দিয়ে দিবে।তবে, যেহেতু ফোনটির ব্যাটারি নন রিমুভেবল তাই আপনি চাইলেও ফোনটির ব্যাটারি খুলতে পারবেন না ফোন পুরোপুরি না খোলা পর্যন্ত।


চার্জিং

ফোনটি ফুলচার্জ করতে একটু সময় লাগতে পারে। কেননা, ফোনটির সাথে পাচ্ছেন ৫ ওয়াটের চার্জিং এডাপ্টার। যা খুব বেশি ফাস্ট না। ফলে ফোন ফুলচার্জ হতে এক থেকে দেড় ঘন্টা বা তারও বেশি সময় নিতে পারে।


নেটওয়ার্ক

বর্তমান যুগের অন্যান্য ফোনের মতো এই ফোনটিও মূলত ৪জি সাপোর্টেড। এছাড়াও, ফোনটি ২জি, ৩জি এবং ওয়াই-ফাই সাপোর্ট করে। এই ফোনটি ৪জি সাপোর্টেড হওয়ায় ভালোভাবেই নেট চালাতে পারবেন।


সিম

ফোনটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা। যার ফলে ব্যবহারকারী প্রয়োজনবোধে দুটি সিম ব্যবহার করতে পারবেন।


বডি ও কালার

ফোনটির ওজন মাত্র ১৪৯ গ্রাম। যা খুবই হালকা ও কমফোর্টেবল। ফোনটি ৮.৩ মিলিমিটার সরু। ফোনটির বডি প্লাস্টিকের তৈরি। লাল, নীল এবং কালো মূলত এই তিনটি রঙয়ে পাওয়া যাচ্ছে ফোনটি।


দাম

স্যামসাং গ্যালাক্সি এ০১ (Samsung Galaxy A01) এর দাম বাংলাদেশে ৯,৯৯৯ টাকা। অর্থাৎ, আপনি ১০ হাজার টাকার মধ্যে ফোনটি পেয়ে যাচ্ছেন। 

ফোনটি আপনার পছন্দ হলে কিনে নিতে পারেন। অথবা পছন্দ না হলে বাদও দিয়ে দিতে পারেন। এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার। তবে একটি কথা আপনাদের জেনে রাখা দরকার। স্যামসাংয়ের প্রত্যেকটি ফোনে আপনারা উচ্চমানের ডিসপ্লে, হাই-কোয়ালিটির ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর পাবেন। যা এই ব্র‍্যান্ডের ফোনগুলোর একটি বিশেষ দিক।


manufactured by Samsung

Assembled in Bangladesh

Post a Comment

أحدث أقدم