আপনার চ্যানেলের কোনো ভিডিও সার্চে সবার প্রথমে আসলে সেটা আপনার জন্য অনেক বড় সুখবরই বটে। কেননা এর ফলে আপনার চ্যানেলের ভিউস অনেকগুণ বৃদ্ধি পাবে।
আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। ধরুন আপনি ইউটিউবে সার্চ দিলেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। এখন আপনি কি ভিডিওটি দেখার জন্য শেষের পেজে যাবেন? নিশ্চই না। আপনি সার্চ রেজাল্টে আসা প্রথম ভিডিওগুলির যেকোনো একটিতে ক্লিক করবেন। এভাবে সার্চ রেজাল্টে সবার প্রথমে থাকা ভিডিওগুলি হাজার-হাজার ভিউস পেয়ে থাকে।
আপনিও যদি চান আপনার ভিডিও সার্চে সবার প্রথমে আসুক তাহলে কিছু উপায় মানতে হবে। আজ আমি আপনাদের এমন ৫টি উপায় সম্পর্কে বলবো যা দ্বারা আপনি আপনার ভিডিওকে সবার প্রথমে নিয়ে আসতে পারবেন।
১. টাইটেল ও ট্যাগের সঠিক ব্যবহার
টাইটেল ও ট্যাগ সঠিকভাবে দিলে ভিডিও সার্চে র্যাংক করার চান্স বেশি থাকে। সবসময় চেষ্টা করবেন ভিডিওর টাইটেল ও ট্যাগ বড় করে দিতে। তবে অতিরিক্ত বড় করে দিবেন না। আর চেষ্টা করবেন টাইটেল বাংলা এর পাশাপাশি ইংরেজীও দিতে। যেমন কিভাবে একটি বিকাশ একাউন্ট খুলতে হয় How to create a bkash account। (এরকমভাবে দিতে পারেন।)
২. ইউটিউব ভিডিও এসইও
ইউটিউব ভিডিও এর ভিউ ও সার্চ র্যাংকিং বাড়ানোর জন্য ইউটিউব ভিডিও এসইও করার বিকল্প কিছু নেই। ভিডিও ভিউ বাড়ানোর জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এর ভিডিওগুলো সঠিকভাবে এসইও করতে হবে। আপনার ভিডিওতে কোয়ালিটি কনটেন্ট থাকা সত্বেও যদি আশানুরুপ ভিউ না হয় তাহলে বুঝতে হবে আপনি ভিডিওতে প্রোপারলি এসইও করছেন না। একমাত্র প্রোপার ইউটিউব ভিডিও এসই আপনার ইউটিউব চ্যানেল এর ভিডিও ভিউ বৃদ্ধি করতে পারে। সেইসাথে বৃদ্ধি করবে আপনার ভিডিওর সার্চ র্যাংকিংও। তাই, আপনার ভিডিওকে সার্চে সবার আগে তুলে আনার জন্য ইউটিউব ভিডিও এসইও খুবই গুরুত্বপূর্ণ।
আমরা এসইও এর কথা শুনলে শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিন এর কথা চিন্তা করি। কিন্তু বর্তমানে গুগল সার্চ ইঞ্জিনের পাশাপাশি ইউটিউব সার্চ ইঞ্জিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ মানুষ এখন তাদের প্রয়োজনীয় তথ্য খুঁজার ক্ষেত্রে গুগল এর পাশাপাশি ইউটিউব ব্যবহার করছে।
৩. ভিডিওর ভিউস
আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যেসব ভিডিওর লাইক বেশি, কমেন্ট বেশি ও ভিউস বেশি এসব ভিডিও সার্চে সবার আগে শো করে। সুতারাং, ভিডিওর ভিউসও অনেক বড় ফ্যাক্টর ইউটিউব সার্চে পাওয়ার জন্য। আপনার ভিডিওতে বেশী ভিউস পাওয়ার জন্য অবশ্যই ভিডিও এসইও করতে হবে। আর বেশী বেশী ভিডিওটি প্লে করুন (দেখুন)। আপনার মোবাইল থেকে নয় আপনার বন্ধুর মোবাইল থেকে। যখন অন্যকেউ আপনার ভিডিও সম্পূর্ণ দেখে তাতে লাইক দেয় তখন আপনার ভিডিওর র্যাংক অনেক বৃদ্ধি পায়। তাই সবসময় চেষ্টা করবেন ভালো ও মানসম্মত ভিডিও আপলোড দিতে। এতে ভিডিওতে বেশি ভিউস পাওয়া যায়।
৪. ভিডিওর লাইক
আপনার ভিডিওতে যতবেশী লাইক পড়তে ততবেশী সার্চে র্যাংক করবে। ভিউয়াররা কোনো ভিডিও পছন্দ হলে তাতে লাইক দিয়ে থাকে। আবার কোনো ভিডিও পছন্দ না হলে তাতে ডিসলাইক দিয়ে থাকে। আপনার ভিডিওতে যত বেশী লাইক পড়বে গুগল ততবেশী ভিডিওটিকে পজেটিভলি বিবেচনা করবে। ফলে আপনার ভিডিও সার্চে র্যাংক করবে। একইভাবে যতবেশী ডিসলাইক পড়বে তত ভিডিওর র্যাংক কমে যাবে। তো বুঝতেই পারছেন ভিডিও সার্চে র্যাংক করানোর জন্য লাইক অনেক বড় ফ্যাক্টর। আপনার ভিডিও র্যাংক করানোর জন্য আপনার বন্ধুদের বলুন আপনার ভিডিও দেখে তারপর লাইক দিতে। তাছাড়া, আপনার ভিডিও যদি পছন্দনীয় হয় তাহলে অনেকেই আপনার ভিডিওতে লাইক দিবে।
৫. কমেন্ট
ভিডিও র্যাংক করানোর জন্য কমেন্টও খুব গুরুত্বপূর্ণ উপাদান। আপনার ভিডিওতে বেশি কমেন্ট পাওয়ার জন্য সবার কমেন্টের উত্তর দিন। এতে করে দেখবেন কমেন্ট আরো বাড়বে আপনার ভিডিওতে। সবার যে কমেন্টে আপনার ভিডিওর প্রশংসা করবে তা কিন্তু নয়। অনেকে কমেন্টে আপনার ভিডিওর সমালোচনা করবে। তাদেরকে যুক্তি দিয়ে ভুল ধরিয়ে দিন। ভিডিওতে কোনো ভুল থাকলে সেটা স্বীকার করে নেওয়াই ভালো।
তো বন্ধুরা, উপরের ৫টি উপায়ে আপনি আপনার ভিডিওকে সহজে ইউটিউব সার্চে র্যাংক করাতে পারবেন। যখন কেউ সেই কী-ওয়ার্ড লিখে (সেই বিষয়ে) সার্চ করবে তখন আপনার ভিডিওকে সবার প্রথমে পেয়ে যাবে। তখন দেখবেন এদের মধ্যে অনেকেই আপনার ভিডিওতে ক্লিক করবে। এভাবে আপনি হাজার-হাজার ভিউস পেয়ে যাবেন।
আর বন্ধুরা আপনাদের যেকোনো সমস্যা ও পরামর্শের জন্য আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য।
তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরএসট্রিক২১ এর সাথেই থাকুন।
♠ধন্যবাদ♠
إرسال تعليق